ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ধুনট উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রীতিলতা বর্মণের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এলাকায় সারাদিন ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি। এসময় জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান ফিরোজ, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পিপি রেজানুর ইসলাম খান রেজাসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরজাহান খাতুন বলেন, “সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এলডিপির মনোনীত প্রার্থী মনোনয়নপত্রের মূল কপি জমা দিয়েছেন। অন্যদিকে বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্রের ফটোকপি জমা দিয়েছেন।”
এছাড়া একই আসনের শেরপুর উপজেলাতেও পৃথকভাবে সংশ্লিষ্ট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss