
নিউজ ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহিদ। কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাইফুল ইসলাম শহিদ তার সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি লেখেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং দ্বীন প্রতিষ্ঠার পথে অবিচল থাকার জন্য আল্লাহর সাহায্য কামনা করেন।
পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। তার ভাষায়, দেবিদ্বারের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারলেও সাধারণ মানুষের পাশে থাকার সুযোগ পেলে সেটাকেই তিনি নিজের সাফল্য হিসেবে দেখবেন।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের জন্য দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ যেন সবাইকে উত্তম প্রতিদান দান করেন।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা–৪ আসনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে আসন সমঝোতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।