দল ছাড়ার সিদ্ধান্ত ব্যক্তিগত, সংখ্যাগরিষ্ঠের মতেই চলে এনসিপি: নাহিদ ইসলাম – dainikprothombarta    
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা। দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণা বিভিন্ন ইউনিয়নে  নওগাঁর মান্দায় দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ঘাটাইলে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত পুলিশের বিরুদ্ধে আদালতের সমন গায়েব করে গ্রেপ্তারের অভিযোগ মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত মাগুরা মহম্মদপুর পলাশবাড়ী ইউনিয়ন এর ঔতিহ্য ও কৃতি সন্তান, এ আর সাইফুল ইসলাম । সংস্কারের নামে বছরের পর বছর খোঁড়া রাস্তা ধুনটে ঠিকাদার লাপাত্তা, মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসী

দল ছাড়ার সিদ্ধান্ত ব্যক্তিগত, সংখ্যাগরিষ্ঠের মতেই চলে এনসিপি: নাহিদ ইসলাম

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ Time View

নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কয়েকজন নেতার পদত্যাগের প্রেক্ষাপটে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলীয় সিদ্ধান্ত সবসময় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই নেওয়া হয়। সেই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে দলে থাকা বা না থাকা পুরোপুরি সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিষয়।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম জানান, দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনসহ কয়েকজন নেতা ইতোমধ্যে পদত্যাগ করেছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকেও আরও কিছু নেতার দল ছাড়ার তথ্য পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, দলের পরিচালনা বা সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত মতামতের চেয়ে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। এ বাস্তবতা দলের সবাই ইতিবাচকভাবে নেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শুরুতে এনসিপির এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তা আর সম্ভব হচ্ছে না। তাঁর অভিযোগ, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিগুলো এখন নানা ষড়যন্ত্রের মাধ্যমে জুলাই প্রজন্মকে দমন করার চেষ্টা করছে।

এই বাস্তবতায় গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে আধিপত্যবাদী প্রভাব থেকে রক্ষা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সঙ্গে থাকা আট দলের জোটের সঙ্গে এনসিপি ঐক্য প্রকাশ করেছে বলে জানান তিনি। এই জোটের মাধ্যমে আধিপত্যবাদবিরোধী অবস্থান, দুর্নীতিবিরোধী আন্দোলন, রাষ্ট্রীয় সংস্কার ও বিচার সংশ্লিষ্ট ইস্যুতে একসঙ্গে কাজ করা হবে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সোমবার একযোগে এনসিপির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এবং সেদিনই মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

জামায়াতে ইসলামীর অতীত ভূমিকা ও ঐতিহাসিক দায় এনসিপি বহন করছে কি না—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এই জোট মূলত নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য গঠিত। তবে এনসিপি তার নিজস্ব আদর্শ, লক্ষ্য ও রাজনৈতিক অবস্থান থেকে সরে আসবে না।

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনও বক্তব্য দেন। তিনি পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করে বলেন, অতীতে নিরপরাধ মানুষকে হয়রানিতে সক্রিয় থাকা পুলিশ বাহিনী বর্তমানে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102