গাজীপুর প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রার্থী হিসেবে এম. মনজুরুল করিম রনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় গাজীপুর মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা ও সমর্থন জানান।
মনোনয়ন জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত বক্তব্যে এম. মনজুরুল করিম রনি বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, গাজীপুর-২ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।
তিনি গাজীপুর-২ আসনের সর্বস্তরের জনগণ, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তাদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক সাড়া ও সমর্থনের মাধ্যমে এম. মনজুরুল করিম রনি নির্বাচনে বিজয়ী হবেন এবং গাজীপুর-২ আসনে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss