(নওগাঁ) মান্দা উপজেলা প্রতিনিধি
নওগাঁ জেলার বিভিন্ন থানায় ২৪ ঘন্টায় আ.লীগের ৮ জন সহ ৭৭ জন গ্রেফতার।
গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ সদর উপজেলার পানিশাইল গ্রামের মো: আমির উদ্দিন সরদারের ছেলে মো: মামুন হোসেন (৩২), আত্রাই উপজেলার মধুগুরইন গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে মো: আবু হাসান, রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের আব্দুর রহমানের ছেলে মো: মোতালেব হোসেন (৪২) ও কাশিমপুর উত্তরপাড়া গ্রামের মৃত আব্বাস সরদারের ছেলে মোঃ মুকুল সরদার ওরফে বাবু (৩৪), বদলগাছী উপজেলার রনাহর গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: কামরুল ইসলাম (৫০), মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র গ্রামের মো: মোসলেম উদ্দিনের ছেলে মো: আবু বক্কর সিদ্দিক, মহাদেবপুর উপজেলার ইন্দাই মোজা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ মঈনুল ইসলাম ও বাগডোব গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ নেফাউর রহমান (৬১)।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss