(নওগাঁ)মান্দা প্রতিনিধি:
নওগাঁ জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ২৭ তারিখ রোজ শনিবার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সকল অফিসারবৃন্দের সাথে মামলা তদন্তের অগ্রগতি, তদন্তের মানোন্নয়ন, সময়মতো ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ এবং থানাভিত্তিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় থানায় আগত সাধারণ জনগণ ও সেবা প্রার্থীদের প্রতি পেশাদার, মানবিক ও দ্রুত সেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত নিশ্চিতকরণ, জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারকরণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত মোট ২৯ জন অফিসার ও ফোর্সকে সম্মাননা পুরস্কার প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss