বিশেষ প্রতিনিধিঃ
শনিবার ( ২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ০৭:৫০ ঘটিকায় ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হরিপুর নামক স্হানে ঢাকাগামী বিনিময় এবং ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোট ২২ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও থানা পুলিশ খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে। তন্মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। এরমধ্যে উন্নত চিকিৎসার জন্য ১১ জনকে ইতোমধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে। অবশিষ্ট ১০ জনকে প্রাথমিক চিকিৎসা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাহিদুর রহমান।
দুর্ঘটনার ফলে মহাসড়কে যান চলাচলের কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss