নিউজ ডেস্ক:
সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখা গুণীজনদের সম্মান জানাতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘বিজয় সম্মাননা (Victory Award) 2025’। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, যেখানে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল স্টার মিডিয়া এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল ATN Bangla। পুরো আয়োজনটি উপস্থাপন করে e-Kroy।
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সেন্ট্রাল কচিকাঁচা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সমাজসেবা, গণমাধ্যম, সংস্কৃতি, উদ্যোক্তা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা ব্যক্তিরা এই সম্মাননায় ভূষিত হন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ, মানবসেবা, শিক্ষা, উদ্যোক্তা ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে অবদান রাখা গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটি
সম্মাননা গ্রহণের সময় মোঃ আবির ইসলাম বলেন,
“এই স্বীকৃতি আমাকে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রেরণা দেবে। সমাজের পিছিয়ে পড়া নারী ও শিশুদের উন্নয়নে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বিজয় সম্মাননার মূল লক্ষ্য হলো সমাজে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করা এবং তাঁদের কাজকে আরও বেশি মানুষের সামনে তুলে ধরা।
উল্লেখ্য, Victory Award 2025 আয়োজনটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এই ধরনের সম্মাননা আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss