
সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেতুয়া বাজারে একটি কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে বেতুয়া বাজারে সজিব মিয়ার কাপড়ের দোকানে এ চুরি সংঘটিত হয়। এতে আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকার কাপড় লুট হয়েছে বলে জানা গেছে।
দোকান সূত্রে জানা যায়, দোকানে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, প্রিন্ট ও গজ কাপড়সহ বিভিন্ন ধরনের মূল্যবান কাপড় মজুত ছিল। চুরির ঘটনায় এসব কাপড়ের একটি বড় অংশ খোয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল। বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এ ধরনের চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা দ্রুত বাজারে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। দোকানের মালিক সবজি মিয়া বলেন, এর আগেও আমার দোকানে চুরি হয়েছে। অনেক কষ্ট করে আবার মূলধন যোগাড় করে ব্যবসা শুরু করেছিলাম। কিন্তু আবার চুরি হওয়ায় এখন আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জল হোসাইন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে। এছাড়া বাজারের নিরাপত্তা জোরদারে সকল ব্যবসায়ী ও সচেতন মহলকে নিয়ে একটি জরুরি মিটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।