সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে মাতৃভূমি কালচারাল একাডেমির প্রযোজনায় মঞ্চ নাটক "পুতুলের বিয়ে " মঞ্চায়িত হয়েছে।
২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকার সময় মাতৃভূমি কালচারাল একাডেমীর অডিটোরিয়ামে এই নাটক মঞ্চায়িত হয়। "পুতুলের বিয়ে" নাটকটি রচনা করেন,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।নাটকে সাহানা মনির নির্দেশনায় অভিনয় করেন মাতৃভূমি কালচারাল একাডেমির শিশু শিল্পী প্রেয়সী সাহা, ললিতা কর্মকার, তাহমিম হাসান নোভা, দিশা,পূর্ণিমা, দেবনাথ,অনুশ্রী বিশ্বাস ও জুথি। কোরিওগ্রাফীর দায়িত্বে ছিলেন চিন্ময় সূত্রধর রিপন ।এই নাটকের মূল প্রতিপাদ্য বিষয় হল, ছোট বেলায় শিশুদের পুতুল খেলাকে কেন্দ্র করে ছোট বেলার স্মৃতিচারণ করা। যেখানে কোন জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম ভেদাভেদ ছিল না,এই বিষয়গুলো অভিনয় ও নাটকের কলা কৌশলের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক উম্মে হানি মলি, দৌলতপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, শেফালী পারভিন, সুব্রত পাল স্যার, আব্দুল বাতেন, মুসা হাসেমীসহ সর্বস্তরের জনসাধারণ। নাটক শেষে আমন্ত্রিত অতিথি হিসেবে বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, নাটক হচ্ছে সমাজের দর্পণ, আমরা বিগত দিনে লক্ষ্য করেছি বেলকুচিতে অনেক মঞ্চ নাটক এবং যাত্রাপালা অনুষ্ঠিত হতো কিন্তু এখন অপসংস্কৃতির কারণে এ ধরনের সংস্কৃতি আড়ালে পড়ে গেছে। আগামী দিনে আরও বেশি বেশি এ ধরনের নাটক উপহার দিয়ে বেলকুচির সংস্কৃতিকে ধরে রাখার আহ্বান জানান।নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss