গাজীপুর প্রতিনিধি :
২৪/১২/২০২৫ ইং তারিখে বাসন থানা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রাজনৈতিক মামলার (আওয়ামী লীগ) আসামী রয়েছেন—
শিপু মন্ডল (২৫), পিতা: মোশারফ মন্ডল। তিনি বাসন উপজেলার মোগরখাল গ্রামের স্থায়ী বাসিন্দা।
এছাড়াও সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী হিসেবে আটক করা হয়—
রুবেল সরদার (৩৭), পিতা: মৃত জয়নাল সরদার, সাং- চান্দপাড়া, থানা- বাসন, গাজীপুর মহানগর।
রিমান্ডভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়—
মোসাঃ তানজিলা আফরোজ (৩২), পিতা: মোঃ হাসান সরকার, মাতা: জাহানারা বেগম। তার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর গ্রামে এবং বর্তমানে বাসন থানাধীন পালেরমাঠ নলজানী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।
এবং
তন্ময় আহম্মেদ কৃষাণ (২২), পিতা: মঞ্জুরুল হক আকন্দ, মাতা: আকলিমা, সাং- ভেংগুরদি, থানা- কাপাসিয়া, জেলা- গাজীপুর।
বাসন থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss