ফুলবাড়ি (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রাম ও রংপুর অঞ্চলে আজ প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে সূর্যের দেখা না মেলায় এবং কনকনে ঠাণ্ডায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে এসেছে কয়েক মিটারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর থেকেই কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সড়ক ও গ্রামীণ পথ প্রায় অদৃশ্য হয়ে পড়ে। ফলে মোটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।

প্রচণ্ড শীতের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও বয়স্করা। অনেক এলাকায় খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হতে না পারায় আয়-রোজগারে প্রভাব পড়ছে। শীত থেকে বাঁচতে মানুষ আগুন জ্বালিয়ে ও ভারী পোশাক পরে সময় কাটাচ্ছেন।
এদিকে আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলমান শীত ও কুয়াশার প্রভাব আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সকাল ও রাতের সময়ে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও সচেতন মহল শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ছবি: ঘন কুয়াশায় ঢেকে থাকা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss