নিউজ ডেস্ক:
চাঁদপুরের নদীপথে ভয়াবহ দুর্ঘটনায় দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত আটজন যাত্রী নিহত হয়েছেন। ভোলার দুলারহাট থানার ঘোষেরহাট এলাকা থেকে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট–৩ লঞ্চটির সঙ্গে অপর একটি লঞ্চ অ্যাডভেঞ্চার–৯ এর মুখোমুখি সংঘর্ষ হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এর আগে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন যাত্রী। কয়েকজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্যমতে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গেলে অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে এমভি জাকির সম্রাট–৩ এর মাঝ বরাবর সজোরে আঘাত করে। এতে জাকির সম্রাট–৩ লঞ্চটির দ্বিতীয় তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় এক নারী যাত্রী মর্মান্তিকভাবে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর দুই পুরুষ যাত্রী গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল বা পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
যাত্রীরা জানান, লঞ্চের পাশের অংশে অনেক যাত্রী দাঁড়িয়ে ছিলেন। সংঘর্ষের তীব্রতায় অনেকে নদীতে পড়ে যান। তাদের মধ্যে কয়েকজনের এখনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। স্থানীয় জেলে ও নৌযান শ্রমিকদের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
সংঘর্ষের পর এমভি জাকির সম্রাট–৩ লঞ্চটি মাঝনদীতে ডুবো অবস্থায় ভাসতে থাকলে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী–৯ দ্রুত এগিয়ে এসে অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে নিহতদের মরদেহ ও গুরুতর আহতদের নিয়ে ক্ষতিগ্রস্ত লঞ্চটি চিকিৎসার জন্য চাঁদপুরের দিকে যাত্রা করে।
ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss