
নিউজ ডেস্ক:
গ্রামাঞ্চলে শীতের প্রভাব আগে থেকেই স্পষ্ট হলেও রাজধানী ঢাকায় এতদিন তেমন শীত অনুভূত হয়নি। তবে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে কুয়াশা ও শীতল বাতাসের কারণে নগরবাসী শীতের উপস্থিতি টের পাচ্ছেন।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সকালে সাংবাদিকদের জানান, আজ ঢাকায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাঁর মতে, রাজধানীর তাপমাত্রা নেমে এসেছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
তিনি আরও বলেন, আজ (১০ পৌষ) ও পরবর্তী কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করতে পারে। সকালে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বেশি থাকলেও দুপুরের পর কুয়াশা কেটে গেলে কিছুটা স্বস্তি মিলবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা থাকতে পারে। একই সঙ্গে এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে।