
নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এই নেত্রী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামবেন বলে জানিয়েছেন। তবে দল ছাড়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে স্পষ্ট করেছেন তিনি।
বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি রেস্তোরাঁয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে পদত্যাগের বিষয়ে তিনি এখনো সিদ্ধান্তহীন। এ বিষয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের মতামত জানার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে নির্বাচন করার বিষয়ে তিনি দৃঢ় অবস্থানে রয়েছেন।
তিনি বলেন, নেতাকর্মীরা যদি পদত্যাগের পক্ষে মত দেন, তাহলে সে পথেই তিনি এগোবেন। তবে যেকোনো পরিস্থিতিতেই নির্বাচনে অংশ নেবেন বলে জানান তিনি।
এদিকে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। উল্লেখ্য, বিএনপি আসনটি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে।
এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে মোবাইল ফোনে দেওয়া এক বক্তব্যে রুমিন ফারহানা জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করবেন। সে সময় তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে জোটের স্বার্থ বিবেচনা করতেই হয়। জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট টিকিয়ে রাখতে আসন ছাড় দেওয়া দলীয় বাস্তবতা বলেও মন্তব্য করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিএনপির ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, দল প্রয়োজন মনে করলে ব্যবস্থা নিতে পারে। এতে তার কিছু করার নেই। তবে মনোনয়নপত্র কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথাও সে সময় জানান তিনি।