নিউজ ডেস্ক:
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৩৬ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সমাবেশে ভাষণ দিতে গিয়ে তারেক রহমান বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ এ ড্রিম’-এর মতোই তিনি আজ ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর কথা বলছেন। এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের মানুষ ও রাজনৈতিক সহযোদ্ধাদের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সমমনা রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে দেশের রাজনীতির জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিষয়টি নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সংগ্রহ করেছে বিবিসি বাংলা।
আখতার হোসেন বলেন, নির্বাচন অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, তারেক রহমানের দেশে ফেরা সেই শঙ্কা অনেকটাই কমিয়ে দিয়েছে। তার মতে, এই প্রত্যাবর্তন নির্বাচন প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করতে সহায়ক হতে পারে।
এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, এতদিন প্রবাসে থেকে তারেক রহমান দলীয় নেতৃত্ব দিয়েছেন। এখন তিনি জাতীয় রাজনীতির বৃহত্তর পরিসরে কী ধরনের ভূমিকা পালন করেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক মহলের দৃষ্টি থাকবে বলে মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss