গাজীপুর প্রতিনিধি:
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দাবিতে গাজীপুর থেকে রাজধানীর ৩০০ ফিট সড়কে বিএনপির এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর–২ আসনের বিএনপি নেতা এম. মনজুরুল করিম রনির নেতৃত্বে এ মিছিলে গাজীপুরের সর্বস্তরের নেতা–কর্মীদের ঢল নামে।

বিকেলে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে ৩০০ ফিট এলাকায় একত্রিত হয়। পরে তা রূপ নেয় বিশাল শোডাউনে। মিছিলে অংশগ্রহণকারীরা “ লিডার স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এম. মনজুরুল করিম রনি বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য। তিনি বলেন, গাজীপুরের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকার জন্য প্রস্তুত।
দলীয় সূত্র জানায়, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss