গাজীপুর প্রতিনিধি :
বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গাজীপুরের একটি কনভেনশন হল।
সমাবেশে গাজীপুর মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানস্থল দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে সজ্জিত হয়ে ওঠে। নেতাকর্মীরা “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন চাই”, “ভোটাধিকার ফিরিয়ে দাও”সহ বিভিন্ন স্লোগানে পুরো কনভেনশন হল প্রকম্পিত করে তোলেন।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে। তারা তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss