নিউজ ডেস্ক:
ক্রিসমাস ও তার আশপাশের দিনগুলোতে ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং সব কনস্যুলেটের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার ২৪ ডিসেম্বর থেকে শুক্রবার ২৬ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত এই বন্ধ কার্যক্রম বলবৎ থাকবে। ফলে এই সময়ে ভিসা সাক্ষাৎকার, পাসপোর্ট সংক্রান্ত কাজ, নথি যাচাইসহ সব ধরনের নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা প্রয়োজনে সীমিত আকারে চালু থাকতে পারে।
এর আগে, ক্রিসমাসের আগের দিন এবং পরের দিন ফেডারেল কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই আদেশ অনুযায়ীই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো এই সময়ে কার্যক্রম বন্ধ রাখছে।
ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে, প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডার অনুসরণ করে ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দূতাবাস ও কনস্যুলেটগুলো বন্ধ থাকবে এবং ২৬ ডিসেম্বরের পর থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
তবে আদেশে এটিও স্পষ্ট করা হয়েছে যে, জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা কিংবা জরুরি জনসেবার স্বার্থে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট দপ্তর ও স্থাপনা খোলা রাখার ক্ষমতা রাখবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss