
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর শিববাড়ির মোড় এলাকা থেকে ডিবি পুলিশের উত্তরে পরিচালিত একটি অভিযানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ ইদ্রিস আলী।
তিনি গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রলীগ, গাজীপুর মহানগরের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিছুক্ষণ আগে ডিবি পুলিশের একটি টিম শিববাড়ির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ ও তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।