নিউজ ডেস্ক:
লোহিত সাগরে দুর্ঘটনার কবলে পড়া দুই বাংলাদেশি নাবিককে সফলভাবে উদ্ধার করেছে সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনী। মক্কা অঞ্চলের আল লিথ প্রশাসনিক এলাকার উপকূলবর্তী জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানায়, সমুদ্রে চলাচলের সময় নাবিকদের জাহাজটি ভেঙে গেলে তারা বিপদে পড়ে আটকা পড়েন। খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে এবং নিরাপদে নাবিকদের তীরে নিয়ে আসে।
উদ্ধারের পর এক বিবৃতিতে সৌদি সীমান্তরক্ষী বাহিনী সব নাবিক ও নৌযান পরিচালকদের সমুদ্র নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানায়। যাত্রা শুরুর আগে নৌযান সমুদ্রে চলাচলের জন্য উপযুক্ত কি না, তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য মক্কা, মদিনা ও পূর্ব প্রদেশ এলাকায় ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: গালফ নিউজ
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss