নিউজ ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে মন্তব্য করেছেন ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার দাবি, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানই ভারতের সিদ্ধান্ত নির্ধারণে মুখ্য ভূমিকা রাখছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে সেলিম এসব কথা বলেন। তিনি জানান, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে ফেরত যাবেন—এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মোদি সরকারের হাতে রয়েছে।
মোহাম্মদ সেলিম প্রশ্ন তুলে বলেন, আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়মিত বাংলাদেশ ইস্যুতে কথা বললেও এখন নীরব কেন? তার মতে, এই নীরবতার পেছনে যুক্তরাষ্ট্রের চাপ কাজ করছে। সেলিমের ভাষায়, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার ওয়াশিংটনের স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছে।
এ বক্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত নয়াদিল্লির পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss