নিউজ ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় এক অভিযানে এক লাখ ২০ হাজার টাকার সমমূল্যের বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছে কাস্টমস বিভাগ। মঙ্গলবার সকালে রায়গঞ্জ শহরের কাছাকাছি গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়, যেখানে নতুন এবং অব্যবহৃত ৬০ হাজারটি দুই টাকার নোট জব্দ করা হয়। খবর দ্য টেলিগ্রাফের।
কাস্টমস কর্মকর্তারা হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকায় দুই যুবককে নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলে ঘোরাফেরা করতে দেখে থামার নির্দেশ দেন। কিন্তু তারা দ্রুত পালানোর চেষ্টা করে।
পালানোর সময় ওই ব্যক্তিরা রাস্তার ওপর থেকে বাংলাদেশি নোটের বান্ডিল ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। পরে কাস্টমস দল ঘটনাস্থল থেকে ৬০ হাজারটি নতুন দুই টাকার নোট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত নোটগুলো সম্পূর্ণ নতুন ও ব্যবহারহীন ছিল।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss