নিউজ ডেস্ক:
জুলাই ২০২৪ সালের গণহত্যার ঘটনায় সরাসরি জড়িত এবং মামলার এজাহারভুক্ত আসামি সাবেক হাটহাজারী সংসদীয় এলাকার এমপি আনিসুল ইসলাম মাহমুদকে গ্রেপ্তারের জন্য আবেদন জানানো হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম পুলিশ সুপারের কাছে কুমিল্লার লাকসাম থানার স্থানীয় বাসিন্দা মো. ওমর ফারুক আবেদনপত্র জমা দেন।
আবেদন অনুযায়ী, ৫ আগস্ট ২০২৪ হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন গোল চত্বর এলাকায় স্বৈরাচারী সরকারের নির্দেশে ছাত্র-জনতার ওপর নিষ্ঠুর হামলা ও গুলি চালানো হয়। এই ঘটনার পর ২ অক্টোবর হাটহাজারী মডেল থানা একটি মামলা দায়ের করে। মামলার প্রধান আসামি হিসেবে নামাজা হয়েন আনিসুল ইসলাম মাহমুদ, যিনি স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠ সহযোগী এবং এলাকার মধ্যে ভয়-ভীতি ছড়ানোর সঙ্গে জড়িত। তবে মামলার এজাহারভুক্ত থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েননি। পলাতক অবস্থায় থেকেও তিনি এবং তার সমর্থকরা হত্যার মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিয়ে আসছেন এবং এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি করছেন।
আবেদনে উল্লেখ করা হয়, আনিসুল ইসলাম মাহমুদ বর্তমানে হাটহাজারী অঞ্চলে অবাধে চলাফেরা করছেন, যা নিহত পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। একজন দায়ী নাগরিক হিসেবে তিনি গ্রেপ্তার হওয়া জরুরি, যা শুধু পরিবারের দাবিই নয়, বরং জুলাই বিপ্লবের শহীদদের রক্তের প্রতিও একটি ন্যায়বিচারের দাবি।
এছাড়াও তিনি ডবলমুরিং থানার মামলা নং ১৫(০৯)২০২৪, হাটহাজারী থানার মামলা নং ২(১১)২০২৪ এবং কোতোয়ালি থানার মামলা নং ১২(১১)২০২৪-এর এজাহারভুক্ত আসামি।
আবেদনকারী মো. ওমর ফারুক জানান, দেশের স্বার্থ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দ্রুততম সময়ের মধ্যে আনিসুল ইসলাম মাহমুদকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছেন। পাশাপাশি তিনি এই আবেদনপত্রের কপি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র বিভাগের উচ্চতর কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss