নিউজ ডেস্ক:
গণমাধ্যমে আগুন দেওয়ার ঘটনাকে নিয়ে একটি মন্তব্যে ভুল হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন দৈনিক স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম। একই সঙ্গে, পত্রিকাটি তার বক্তব্যের সংশোধিত সংস্করণ প্রকাশ করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) মাহফুজ আনামের উদ্ধৃতিতে দৈনিক স্টার জানিয়েছে, গত ২১ ডিসেম্বর বিএনপির আয়োজিত সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে আগুন দেওয়ার ঘটনাকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি হামলা হিসেবে উল্লেখ করেছিলেন। পরে জানা যায়, এর আগেও সংবাদমাধ্যমে আগুন দেওয়ার কিছু ঘটনা ঘটেছে, যদিও সেগুলো এতটা ভয়াবহ ও প্রাণহানির কারণ হয়নি।
মাহফুজ আনাম তার ভুলের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং সংশোধিত নোট অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে যুক্ত করা হবে বলেও জানিয়েছেন।
২১ ডিসেম্বর তিনি বলেছিলেন, স্বাধীন বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে কখনো কোনো সংবাদমাধ্যমের অফিসে আগুন দেওয়া হয়নি, এবং প্রথম আলো ও দৈনিক স্টারে এই ধরনের হামলা প্রথমবার ঘটল। তিনি প্রশ্ন তুলেছিলেন, “গণমাধ্যম কী অপরাধ করেছে যে তাদের ওপর এমন আক্রমণ হলো?”
তবে, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি বিএনপি শাসনের সময় জামায়াত-শিবিরের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নয়া দিগন্ত পত্রিকার অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সে দিন দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জামায়াত-শিবিরের একটি মিছিল পুলিশি বাধার মুখে সংঘর্ষে পরিণত হয়। মিছিল থেকে সরে আসার সময় দুর্বৃত্তরা নয়া দিগন্তের অফিস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ চালায়। এতে অফিস ভবনে অগ্নিকাণ্ড শুরু হয় এবং আশেপাশে ভয়াবহ আতঙ্ক ছড়ায়। প্রচুর সংখ্যক কাগজপত্র ও প্রেস সরঞ্জাম ধ্বংস হয়ে যায়।
ঘটনার সময় অফিসে থাকা কর্মীরা আতঙ্কিত হয়ে ছাদে উঠেন বা নিরাপদ স্থানে আশ্রয় নেন। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ক্ষতি বড় আকার ধারণ করে। এই ঘটনাটি দেশের গণমাধ্যম ইতিহাসে একটি দুঃখজনক অধ্যায় হিসেবে গণ্য হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss