গাজীপুরপ্রতিনিধি:
গাজীপুরের জিরানী বাজার এলাকার ড্রিমল্যান্ড আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে ২৩জন পুরুষ ও ১৯ নারী যৌনকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশ এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ স্থানীয় সূত্র জানায়,
সোমবার রাতে জিরানি বাজার এলাকার ড্রিমল্যান্ড গেস্ট হাউজ নামে একটি আবাসিক হেটেলে অভিযান চালায় কাশিমপুর থানা পুলিশ। এসময় ওই হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত সন্দেহে ২৩জন পুরুষ ও ১৯জন নারীকে গ্রেফতার করা হয়।
এর আগে ওই আবাসিক হোটেলে আরো তিনবার অভিযান চালায় পুলিশ।
স্থানীয়দের অভিযোগ এসব অনৈতিক কাজের পাশাপাশি মাদকের অভয়আশ্রম হিসেবে গড়ে উঠছে।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোল্লা খালিদ হাসান জানায়, আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৪২জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss