নিউজ ডেস্ক:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সৃষ্ট বিশৃঙ্খলার একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ঘটনার পরদিন রাতেই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

পোস্টে ইশরাক হোসেন জানান, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং সবার দোয়া কামনা করেন। এ উপলক্ষে সোমবার নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠে অংশ নেন তারা।
তিনি উল্লেখ করেন, ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
ইশরাক আরও বলেন, পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রোটোকল মেনে শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান ও বিশেষ অতিথির দুই পাশে নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব থাকার কথা ছিল, যা গণমাধ্যমে প্রচারের জন্য নির্ধারিত ছিল। তবে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতির কারণে শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে তাকে কিছুটা কঠোর হতে হয়।
তিনি লেখেন, আহ্বায়ক হিসেবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা বাস্তবায়ন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব। এ কারণে ঘটনাস্থলে বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
পোস্টের শেষাংশে ইশরাক হোসেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে ‘মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সংগঠনের ওপর বড় দায়িত্ব রয়েছে। মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং যারা এখনও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে, তাদের অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা জরুরি। সময়ের ধারায় সত্য প্রতিষ্ঠিত হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss