(রায়পুর,লক্ষীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান খায়রুল আলম রফিক ও পরিচালক খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে আব্দুল্লাহ আল মামুন সভাপতি করে ১৩ সদস্যর কমিটি করা হয়েছে। কমিটির অন্যান্য পদাধিকারীর মধ্যে সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদ হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আমিনুল এহসান আহসান,সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন রুদ্র, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল , দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ শাহ পরান, নির্বাহী সদস্য রয়েছেন মোঃ আরিফ হোসেন, বিকর্ন দাস, ওমর ফারুক ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নির্যাতন, ভয়ভীতি, হয়রানি ও হুমকির বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া সাংবাদিকদের জন্য আইনি সহায়তা প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় সাংবাদিক সমাজের দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধি করা এই কমিটির প্রধান লক্ষ্য।
কমিটির সভাপতি সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন রুদ্র বলেন “সাংবাদিকরা সমাজের আইনের রক্ষাকর্তা এবং তথ্যের প্রধান বাহক। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সমগ্র গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রায়পুরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখব।”
কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, স্থানীয় প্রশাসন ও সাংবাদিক সম্প্রদায়ের সহযোগিতায় তারা রায়পুরে সাংবাদিক নির্যাতন রোধে দৃঢ় ভূমিকা রাখবেন এবং সাংবাদিক সমাজের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সক্ষম হবেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss