নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি দুই দফায় মোট ২৭২টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জন্য দলের পক্ষ থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে আশা ছিলো ওই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার প্রার্থী হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি তাদের প্রার্থী তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেনি এবং আসনটি জামায়াতে উলামায়ে ইসলামকে ছাড় দিয়েছে।
বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে জানানো হয়, আসনটি সমঝোতার কারণে তারা এখানে প্রার্থী দেবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মাওলানা জুনায়েদ আল হাবীব ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন করবেন।
অন্যদিকে দলীয় মনোনয়ন না পেলেও রুমিন ফারহানা ব্যক্তিগত উদ্যোগে সরাইল ও আশুগঞ্জ এলাকায় ভোট সংগ্রহের প্রস্তুতি নিয়েছেন। সম্প্রতি এক জনসভায় তিনি ঘোষণা করেন, “আমি যা বলি, সেটাই করি। ভালো কিংবা খারাপ কিছু হোক, যদি আপনারা পাশে থাকেন, তাহলে মার্কা যাই হোক আমি সরাইল-আশুগঞ্জ থেকে নির্বাচনে অংশ নেব।”
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss