বদলগাছী প্রতিনিধি( নওগাঁ ):
উত্তরের জেলা নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নে ছোট যমুনা নদীর বুকে জেগে ওঠা এক দুর্গম চরে গড়ে উঠেছে নালুকাবাড়ী গুচ্ছ গ্রাম। সময়ের স্রোতে যেন বিস্মৃত এই জনপদে বসবাস করছে অসহায় ও অবহেলিত মানুষজন।
[video width="640" height="368" mp4="https://dainikprothombarta.com/wp-content/uploads/2025/12/received_1188327223364958.mp4"][/video]
সরকারি উদ্যোগে গড়ে ওঠা এই গুচ্ছ গ্রামে আজও পৌঁছায়নি বিদ্যুৎ সংযোগ। সূর্য ডুবে গেলেই পুরো গ্রাম ডুবে যায় অন্ধকারে। ব্যাহত হয় শিশুদের পড়াশোনা, বাড়ে নিরাপত্তাহীনতা। ডিজিটাল সেবা তো দূরের কথা, মোবাইল চার্জ দিতেও হিমশিম খেতে হয় বাসিন্দাদের।
যোগাযোগ ব্যবস্থাও চরম নাজুক। গ্রামে যাওয়ার একমাত্র কাঁচা রাস্তা ভাঙাচোরা। বর্ষা মৌসুমে তা হয়ে ওঠে চলাচলের অযোগ্য। ফলে বাজার, স্কুল কিংবা হাসপাতালে পৌঁছাতে ভোগান্তির শেষ নেই।
এই গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। ছোট ছোট শিশুদের ঝুঁকি নিয়ে দূরের স্কুলে যেতে হয়, যার কারণে অনেকেই ঝরে পড়ছে শিক্ষা থেকে। নেই মানসম্মত মসজিদ—জরাজীর্ণ অস্থায়ী ঘরেই আদায় করতে হয় নামাজ।
সরকারি গুচ্ছ গ্রামের টিনসেড ঘরগুলোর অধিকাংশই এখন ভাঙাচোরা। টিনে ফুটো, কাঠামোয় ক্ষয়—বর্ষায় ঘরে ঢুকে পড়ে বৃষ্টির পানি। নিরাপদ আবাসনের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে পরিবারগুলো।
গ্রামবাসীদের দাবি, নালুকাবাড়ী গুচ্ছ গ্রামটি যদি সরকারি নজরে আসে—বিদ্যুৎ, রাস্তা, স্কুল, মসজিদ, ঘর সংস্কার, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয় তবে বদলে যেতে পারে তাদের জীবন।
নালুকাবাড়ী গুচ্ছ গ্রাম শুধু একটি বসতি নয়, এটি প্রান্তিক মানুষের টিকে থাকার সংগ্রামের প্রতিচ্ছবি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss