নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসনে প্রার্থী দেওয়ার সুযোগ দিয়েছে বিএনপি। মঙ্গলবার দলীয় সূত্রে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মুফতী মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনে মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনে মাওলানা জুনায়েদ আল-হাবীব জমিয়তের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসন সমঝোতা বিএনপির বৃহত্তর জোট রাজনীতির কৌশলের অংশ, যা নির্বাচনী মাঠে দলটির অবস্থান আরও সুসংহত করতে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss