নিউজ ডেস্ক:
প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল গঠিত অভিযোগের ভিত্তিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১২ জন সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরু করার নির্দেশ দিয়েছে। মামলার শুনানির সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ২১ জানুয়ারি নির্ধারিত হয়েছে।
মঙ্গলবার, অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চ, যার নেতৃত্ব দেন চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার, এই দিনটি ধার্য করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে আসামিদের অভিযোগ পড়ে শুনানো হয় এবং প্রত্যেককে দোষ স্বীকারের জন্য জিজ্ঞাসা করা হয়, তবে তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন। পরে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেওয়া হয়।
আগের শুনানিতে ১৪ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর বিভিন্ন আসামির পক্ষে আইনজীবীরা আদালতে যুক্তি দেন ও অব্যাহতির আবেদন করেন। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম মামলার শুনানিতে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন।
মামলায় মোট ১৭ জন আসামি রয়েছেন, যাদের মধ্যে ১০ জন গ্রেপ্তার। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমানসহ অন্যান্য সেনা কর্মকর্তা। তাদের সবাইকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং অন্যান্য ৭ জন পলাতক রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে রয়েছে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ আরও কয়েকজন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss