
বাগেরহাট শরণখোলা প্রতিনিধি :
বাগেরহাটের শরনখোলায় উওরন একসেস প্রকল্পের আয়োজনে ।হেলভেটাস সুইস ইন্টারকো অপারেশন বাংলাদেশের সহযোগীতায় শরনখোলা উপজেলার
১ নং ধানসাগর ২ নং খোন্তাকাটা ও
৩ নং রায়েন্দা ইউনিয়নের এল এস পি (LSP)এবং এস পি (SP)ডিলার :এন জি ও :সরকারী
প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল মসজিদ হল কনফারেন্স রুম ২য় তলায়।
আজ ২৩-১২-২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১টায়
উক্ত সভায়
@::প্রধান: অতিথি হিসাবে উপস্থিত ছিলেন::
@@ডাঃ আল মামুন জুয়েল
ভেটোনারী সার্জন
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটো নারী হাসপাতাল – শরনখোলা
@বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
@@মোঃ আব্দুল হালিম
উপজেলা সমবায় কর্মকর্তা
শরনখোলা বাগেরহাট
@@মো: আবু ফেরদৌস চৌধুরী
ডি আর আর অফিসার
উওরন এ্যাক্কেস প্রকল্প
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে:
স্থানীয় পর্যায়ে জীবিকা নির্বাহ ব্যবস্থার শূন্যতা এবং সুযোগগুলি চিহ্নিত করার জন্য জলবায়ু সহনশীল
পদ্ধতির এবং প্রযুক্তি সম্পর্কে জনসেবা প্রদানকারীদের সংবেদনশীল করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
সঞ্চালনায় ছিলেন;;
মোঃ রুহুল আমিন
সি ডি ও শরনখোলা
ও
কমল চক্রবর্তী দল
অনিত কুমার দাস
সি ডি ও শরনখোলা।
উওরন একসেস প্রকল্প