নিউজ ডেস্ক:
ঢাকার যানজটপূর্ণ বাস্তবতায় স্বস্তির যাত্রা এনে দিয়েছে মেট্রোরেল। নিয়মিত যাত্রীদের সময় বাঁচাতে র্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে। তবে এতদিন কার্ড রিচার্জ করতে স্টেশনের কাউন্টারে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো।
এবার সেই ভোগান্তির অবসান ঘটিয়ে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা। এখন আর স্টেশনে না গিয়েই ঘরে বসে ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন অনলাইন ব্যাংকিং মাধ্যমে মেট্রোরেল কার্ডে টাকা যোগ করা যাবে।
বিকাশ দিয়ে রিচার্জ করার নিয়ম
প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করে সাজেশন তালিকা থেকে ‘মেট্রোরেল’ অপশন নির্বাচন করতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে https://www.rapidpass.com.bd/ ওয়েবসাইট চালু হবে।
নতুন ব্যবহারকারীদের ‘নিবন্ধন’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। একবার নিবন্ধন শেষ হলে ভবিষ্যতে মোবাইল নম্বর বা ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে সহজেই লগইন করা যাবে।
লগইন করার পর ‘রিচার্জ’ অপশনে গিয়ে র্যাপিড পাস বা এমআরটি পাস নির্বাচন করে টাকার পরিমাণ লিখতে হবে। এরপর ‘পে উইথ বিকাশ’ বাটনে ক্লিক করে বিকাশ নম্বর, ভেরিফিকেশন কোড ও পিন দিলে রিচার্জ সম্পন্ন হবে। সফল রিচার্জের পর এসএমএসের মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
রিচার্জের সীমা ও ক্যাশব্যাক সুবিধা
অনলাইনে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। বিকাশ ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাচ্ছেন।
নগদ, রকেট ও কার্ডে রিচার্জ
বিকাশ ছাড়াও নগদ, রকেট এবং বিভিন্ন ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে রিচার্জ করা যাবে। সেক্ষেত্রে rapidpass.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।
অনলাইন রিচার্জের গুরুত্বপূর্ণ শর্ত
অনলাইনে রিচার্জের পর কার্ডে টাকা যুক্ত হলেও এভিএম মেশিনে স্পর্শ না করা পর্যন্ত সেটি ‘পেন্ডিং’ অবস্থায় থাকবে। একই সময়ে একটির বেশি পেন্ডিং রিচার্জ রাখা যাবে না।
ব্ল্যাকলিস্টেড, অবৈধ বা রিফান্ড হওয়া কার্ডে রিচার্জ করা সম্ভব নয়। রিচার্জের ৭ দিনের মধ্যে বাতিলের আবেদন করা গেলে ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে রিফান্ড দেওয়া হবে। তবে বর্তমানে রিফান্ড কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss