
নিউজ ডেস্ক:
দেশের মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি এই চিঠির মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে সরকারি স্থাপনায় দুর্বৃত্তদের নাশকতামূলক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা বাড়ছে। এরই ধারাবাহিকতায় গত ৬ ডিসেম্বর রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত মাগুরা সদর উপজেলা ভূমি অফিসে প্রবেশ করে পেট্রোল ব্যবহার করে আগুন লাগায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া একই সময় মাগুরা সদর সাব-রেজিস্ট্রার অফিসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে চিঠিতে জানানো হয়। ওই ঘটনায় উপজেলা ভূমি অফিসের একটি কক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্র, রেজিস্টার, একটি কম্পিউটার ও প্রিন্টারসহ আসবাবপত্র পুড়ে যায়। ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল, খালি কনটেইনার ও মুখোশ উদ্ধার করা হয়, যা পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে।
ভূমি মন্ত্রণালয় জানায়, উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে জনগণের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভবিষ্যতে এ ধরনের নাশকতামূলক ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমসহ ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ সব মাঠপর্যায়ের ভূমি অফিসে অগ্নিসংযোগ বা অন্য যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র সচিবের হস্তক্ষেপ কামনা করা হয়েছে চিঠিতে।