নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নতুন মাইলফলক স্পর্শ করেছে। সোমবার (২২ ডিসেম্বর) বৈশ্বিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে দাঁড়ায়।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে নীতিগত সুদের হার কোয়ার্টার পয়েন্ট কমানো, মার্কিন ডলারের মান দুর্বল হওয়া এবং বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতির প্রধান কারণ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে ভূরাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্য ঝুঁকি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক পরিমাণে স্বর্ণ কেনার প্রবণতার ফলে স্বর্ণের দাম প্রায় ৬৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিনিয়োগকারীদের ধারণা, আগামী বছর যুক্তরাষ্ট্রে সুদের হার আরও কমতে পারে, যা স্বর্ণের চাহিদাকে আরও শক্তিশালী করবে।
বিশ্ববাজারের প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে। সর্বশেষ দফায় ভরিতে ১ হাজার ৫০ টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে।
এর ফলে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।
রোববার (২১ ডিসেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে। সোমবার (২২ ডিসেম্বর) থেকে এই মূল্য কার্যকর হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।
এর আগে গত ১৫ ডিসেম্বর টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss