
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার এক আসামি, এক মাদক ব্যবসায়ী, এক চুরি মামলার আসামি ও এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২১/১২/২০২৫ ইং তারিখ বাসন থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। আক্কাস আলী খোকন (৪৬), পিতা- মৃত ইমান আলী, মাতা- আম্বিয়া খাতুন। তিনি আওয়ামী লীগের রাজনৈতিক মামলার আসামি। তার স্থায়ী ঠিকানা ইটাহাটা, থানা- বাসন, গাজীপুর মহানগর এবং বর্তমান ঠিকানা আদেপাশা (নাভানা মোড়), থানা- বাসন।
২। মোঃ বাদল শিকদার (৫২), পিতা- মৃত মাহবুব আলম, মাতা- মৃত ফিরোজ বেগম। তাকে ১৮২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠী গ্রামে এবং বর্তমান ঠিকানা সাভার থানাধীন বারইগ্রাম পশ্চিম ব্যাংক টাউন এলাকায়।
৩। মোঃ আল আমিন (৫০), পিতা- সাইদুর রহমান, মাতা- মরিয়ম বিবি। তিনি একটি চুরি মামলার আসামি। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বানারিপাড়া থানাধীন জাঙ্গালিয়া গ্রামে এবং বর্তমান ঠিকানা গাছা থানাধীন ছয়দানা এলাকায়।
৪। মোঃ দেলোয়ার হোসেন, পিতা- আব্দুল সালাম। তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তার স্থায়ী ঠিকানা চান্দনা (নাসির সুপার মার্কেট), থানা- বাসন, জেলা- গাজীপুর।
বাসন থানা পুলিশ জানায়, মাদক, চুরি ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।