নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার সকাল ১১টার দিকে তিনি ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন।
এর আগে গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আরেক ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম।
ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার পর আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কোন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়। কেউ বলছিলেন এনসিপিতে গুরুত্বপূর্ণ পদে যোগ দিতে পারেন, আবার কেউ ধারণা করছিলেন গণঅধিকার পরিষদে যুক্ত হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হতে পারেন আসিফ।
তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে গত ১২ ডিসেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্ট করে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss