নিউজ ডেস্ক:
জুলাই আন্দোলনের সময় সক্রিয় থাকা নেতৃবৃন্দ, সমন্বয়ক, সংসদ-সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে আন্দোলনের সম্মুখসারিতে থাকা কয়েকজন নেতাকে ব্যক্তিগত নিরাপত্তা হিসেবে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, একইসঙ্গে এসব নেতার ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স প্রদান প্রক্রিয়াও চলমান রয়েছে।
সূত্র অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ মোট ছয়জন নেতাকে গানম্যান দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছেন— এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss