নিউজ ডেস্ক:
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে এনসিপির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, এনসিপির খুলনা বিভাগের প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর হামলা চালানো হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পেছনের কারণ এবং হামলাকারীদের পরিচয় জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে এবং শিগগিরই আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হতে পারে বলে জানা গেছে।
এদিকে এই হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss