নিউজ ডেস্ক:
বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ। সোমবার (২২ ডিসেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ সিদ্ধান্ত কার্যকর করেছে বলে দূতাবাস সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত কয়েক মাস ধরে দুই দেশের সম্পর্কে যে অবনতি ঘটছে, তারই ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে, পতিত ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা এবং কয়েকজন সেনা কর্মকর্তাকে ভারতে আশ্রয় দেওয়ার ঘটনায় বাংলাদেশে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। দীর্ঘ দেড় দশক ধরে ওই সরকারের প্রতি ভারতের প্রকাশ্য সমর্থনও এই অসন্তোষকে আরও ঘনীভূত করেছে।
এর মধ্যেই গত ১২ ডিসেম্বর রাজধানীতে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা। চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর ১৮ ডিসেম্বর তিনি শহীদ হন। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভের অংশ হিসেবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনেও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তি ও তার সহযোগীরা ভারতে পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ চলাকালে কিছু উগ্রবাদী গোষ্ঠী দূতাবাস চত্বরে অনুপ্রবেশ করে এবং বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি দেয় বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার পর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও তলব করে ভারতের পররাষ্ট্র দপ্তর।
এমন উত্তপ্ত কূটনৈতিক পরিস্থিতির মধ্যেই নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিল।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss