গাজীপুর সদর প্রতিনিধি:
আলহামদুলিল্লাহ—গাজীপুর–২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি আজ রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি গণমাধ্যম ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই দীর্ঘ পথচলায় সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থনই হবে তার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। তিনি গাজীপুর–২ আসনের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এম মঞ্জুরুল করিম রনির মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে গাজীপুর–২ আসনে নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হলো। এতে ভোটারদের মধ্যেও নতুন করে আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss