ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
স্কুল শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে “পুষ্টি ও পরিবেশ সচেতনতা” শীর্ষক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুর ১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কুড়িগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আরিফুর রহমান কনক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফুলবাড়ী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোঃ হাবিবুর রহমান বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে শিশুদের পুষ্টির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করা সময়ের দাবি। তিনি স্কুল মিল্ক ফিডিং কর্মসূচিকে শিশুদের পুষ্টি উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দুধ একটি পূর্ণাঙ্গ পুষ্টিকর খাদ্য। শিক্ষার্থীদের দৈনন্দিন খাদ্য তালিকায় দুধ অন্তর্ভুক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান কনক বলেন, পুষ্টি ও পরিবেশ—এই দুটি বিষয় একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে তারা যেমন সুস্থ থাকবে, তেমনি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে ধন্যবাদ জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মওদুদ হাসান, ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ ইয়াসিন আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এল ইও মোঃ মাসুদ রানা এবং কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ফয়েজ উদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব, দুধের পুষ্টিগুণ, পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালাটি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত হয়। সার্বিক বাস্তবায়নে ছিল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ফুলবাড়ী, কুড়িগ্রাম।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss