নিউজ ডেস্ক:
হাদি হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় সরকারের দায়িত্বশীল মহলের স্পষ্ট জবাবদিহি প্রয়োজন।
রোববার (২১ ডিসেম্বর) এক লিখিত বিবৃতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান এই দুই দফা দাবি তুলে ধরেন।
বিবৃতিতে বলা হয়, হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তি ছাড়াও যারা পরিকল্পনা করেছে, সহায়তা করেছে, পালিয়ে যেতে সহযোগিতা করেছে কিংবা আশ্রয় দিয়েছে—এই পুরো চক্রকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে ১২ ডিসেম্বর থেকে এ পর্যন্ত তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
দ্বিতীয় দাবিতে উল্লেখ করা হয়, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদী শক্তির সহযোগীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।
ইনকিলাব মঞ্চ হুঁশিয়ারি দিয়ে জানায়, আজকের সংবাদ সম্মেলনে যদি এসব বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়া হয়, তাহলে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা—উভয়কেই পদত্যাগ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss