নিউজ ডেস্ক:
বাংলাদেশের ক্রিকেটার ও কোচ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। তবে এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, দেশের ক্রিকেটের স্বার্থ বিবেচনায় রেখে সৌদি আরবের প্রস্তাব গ্রহণ করা হয়নি।
সৌদি আরব তাদের উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ প্রকল্পের আওতায় খেলাধুলায় ব্যাপক বিনিয়োগ করছে। ক্রিকেটেও শক্ত অবস্থান গড়ে তুলতে চায় দেশটি। ঘরোয়া কাঠামো উন্নত করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দ্রুত অগ্রসর হওয়ার লক্ষ্য রয়েছে তাদের।
এই পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরব বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড় ও কোচদের দীর্ঘমেয়াদে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় নাগরিকত্ব ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দিয়ে জাতীয় দলের হয়ে খেলানোর চিন্তাভাবনাও রয়েছে। এর আগে একই কৌশল অনুসরণ করেছে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যমতে, কয়েক মাস আগে সৌদি আরব বিসিবির সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশি পুরুষ ও নারী ক্রিকেটার নেওয়ার প্রস্তাব দেয়। পরবর্তীতে কোচ নিয়োগের আগ্রহও প্রকাশ করা হয়। তবে বিসিবি শুরুতেই বিষয়টি নাকচ করে দেয়।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল প্রায় দুই মাস আগে। আমি তখনই জানিয়ে দিয়েছি, এটা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “নিজ দেশের ক্রিকেটের ক্ষতি করে অন্য কোনো দেশের পরিকল্পনায় সহযোগিতা করার প্রশ্নই ওঠে না।”
উল্লেখ্য, সৌদি আরব ইতোমধ্যে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত। লিভ গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশটি। এবার আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহায়তায় ক্রিকেটেও নিজেদের অবস্থান শক্ত করতে চায় তারা। উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হয়ে ওঠাই সৌদি আরবের লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss