নিউজ ডেস্ক:
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা সংক্রান্ত ভারতের দেওয়া প্রেসনোটকে বাংলাদেশের পক্ষ থেকে পুরোপুরি অবজ্ঞা জানানো হয়েছে। রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, সেখানে বাংলাদেশি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা হুমকি এবং নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে হুমকির প্রমাণ পাওয়া যায়নি, তথাপি তারা শোনা গেছে হত্যার হুমকি পেয়েছে।
তিনি আরো প্রশ্ন তুলেছেন, কূটনৈতিক এলাকায় এত ঘনিষ্ঠতার মধ্যে বিক্ষোভকারীরা কিভাবে প্রবেশ করতে পেরেছে। প্রয়োজনে ভারতে বাংলাদেশের মিশন সংকুচিত করার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।
এর আগে, বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনটি গাড়ি করে কয়েকজন ব্যক্তি এসে ভবনের সামনে দাঁড়িয়ে চিৎকার করে। তারা হিন্দি ও বাংলা ভাষায় কথা বলে, তাদের বক্তব্য ছিল হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হাইকমিশনারকে আটক করার দাবি জানানো হয়। পরে তারা কিছুক্ষণ বিক্ষোভের পর চলে যায়।
এ ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাণধীর জয়সওয়াল রবিবার বলেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে, সেটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে তারা মনে করছে।
ঢাকা এই বিবৃতিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss