
নিউজ ডেস্ক:
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন আয়োজিত হয়। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে ওই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন না।
রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ও বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তারা—ডেভিল হান্ট ফেইজ-২ প্রোগ্রামের অগ্রগতি এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন।
এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান গণমাধ্যমকে ব্রিফিং সংক্রান্ত এই তথ্য নিশ্চিত করেন।