নিউজ ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ওই ছবিটি সত্য নয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়ে গণমাধ্যমকে জানান, হাদির কবরস্থান সম্পূর্ণ নিরাপত্তার আওতায় রয়েছে। তিনি এ নিয়ে বিভ্রান্ত না হয়ে গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান।
ডিএমপি সূত্র জানায়, বাস্তবতার সঙ্গে ছড়ানো ছবির কোনো মিল নেই। জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যেই এ ধরনের তথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করছে পুলিশ।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধসংলগ্ন স্থানে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। বিকেল ৩টায় তাঁর মরদেহ সেখানে পৌঁছালে জানাজা ও দাফন সম্পন্ন হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ওই দিন দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানাজাপূর্ব বক্তব্য দেন
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss