
নিউজ ডেস্ক:
ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে সদরপুর–ফরিদপুর আঞ্চলিক সড়কের সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুর লতি তুলতে গিয়ে এক গৃহবধু ডোবায় ভাসমান অবস্থায় বিবস্ত্র একটি মরদেহ দেখতে পান। বিষয়টি চোখে পড়তেই তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, নিহত যুবতীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে। উদ্ধারকালে তার মুখের ডান পাশে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস জানান, গত দুই দিন ধরে গভীর রাত পর্যন্ত মানসিকভাবে অসুস্থ একটি তরুণীকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তার ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি ওই মেয়েটিরই হতে পারে। স্থানীয়দের অনেকেই মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে মন্তব্য করেছেন।
মরদেহ উদ্ধারে অংশ নেওয়া সদরপুর থানার উপ-পরিদর্শক মো. মামুনুর রশীদ বলেন, প্রাথমিকভাবে এটি একটি অজ্ঞাত নারীর লাশ বলে ধারণা করা হচ্ছে এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আল মামুন শাহ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাটি পর্যবেক্ষণ করে তদন্ত করবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।