নিউজ ডেস্ক:-
নাটোরের লালপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতের কোনো এক সময় লালপুর উপজেলার নওপাড়া গ্রামে অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। লালপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিলে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করে। এরই অংশ হিসেবে সন্ত্রাস, চাঁদাবাজি, নাশকতামূলক কর্মকাণ্ড ও অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ডেভিল হান্ট-২ নামে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের আওতায় তোফাজ্জল হোসেন তোফাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেন তোফা দীর্ঘদিন ধরে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একই সঙ্গে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার আটকের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ঘটনাটিকে আইনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে নানা আলোচনা করছেন।
লালপুর থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।”
এদিকে, ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের মাধ্যমে লালপুর উপজেলায় অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যেই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss